MMonir Trainer 2 years ago |
একটি খেলনা কবুতর হাতে নিয়ে বিশাল সমাবেশে উপস্থিত হলেন প্রফেসর নাজমুদ্দীন আরবাকান
খেলনা কবুতরটি হাত দিয়ে উপরে তুলে উপস্থিত জনগনকে জিজ্ঞেস করলেন আরবাকান, আপনারা কি আমার হাতে এই শুভ্র সফেদ কবুতর দেখতে পাচ্ছেন?
জনতা সমস্বরে জবাব দিলো, জি দেখতে পাচ্ছি।
এই কবুতরের কি হাত পা চোখ আছে?
আছে।
এই কবুতরের কি ডানা আছে?
আছে।
এই কবুতর কি উড়তে পারবে?
না।
কেনো?
সবাই মুখ চাওয়া চাওয়ি করলো একে অপরের দিকে। বললো, এর তো প্রাণ নেই। উড়বে কিভাবে?
প্রফেসর আরবাকান বললেন, প/ শ্চিমারা এরকম ইসলাম পালনকারী মুসলিম চায়। তারা চায় খেলনা কবুতরের মত আপনারা নামাজ পড়বেন, তিলাওয়াত করবেন, বিশাল ওয়াজ মাহফিল করবেন,জশনে জুলুস করবেন, কিন্তু প্রাণহীন কবুতরের মত ভেতরে কুরআনের শিক্ষা থাকবেনা, দ্বীনের পথে লড়া/ইয়ের প্রেরণা থাকবেনা৷
কিছুক্ষণ থেমে আবার বললেন, অন্যায়ের বিরুদ্ধে ল/ড়াই করাটা হচ্ছে ঈমানের প্রাণ। এই প্রাণ না থাকলে মানবতার মুক্তির জন্য কোনো কাজই করা সম্ভব না৷
নতুন বিশ্ব ব্যাবস্থার প্রস্তাবক নাজমুদ্দিন আরবাকানকে শুভেচ্ছা। আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন।
–মুহতারাম সাইমুম সাদী
Alert message goes here