MMonir Trainer 2 years ago |
দাদ কেন হয় এবং এর চিকিৎসা কি ?
দাদ বা দাউদ ( Dermatophytosis ) একটি ছত্রাকজনিত রোগ । এই রোগে প্রচণ্ড চুলকায় । সময় মতো চিকিৎসা না নিলে এটি জটিল অবস্তা সৃষ্টি করতে পারে । যাদের অ্যালার্জি আছে, মোটা কাপড় পরে এবং নোংরা তাদের দাদ বেশী হয়।
দাদ একটি সংক্রামক চর্মরোগ।
দাদ কেন হয়ঃ
সাধারণত ছত্রাকের কারণে দাউদ হয় । যেখানে আলো বাতাস পায় না, ভেজা অথবা স্যাঁতসেঁতে জায়গায় ছত্রাক জন্মায় । অপরিষ্কার অপরিচ্ছন্ন কাপড় ব্যবহার করলে ও সংক্রামক ব্যাক্তির পোশাক পরিধান করলে দাউদ হয় ।
দাদের চিকিৎসাঃ
দাদের ক্ষত স্থানে গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে রাখতে হবে ।
ক্ষত স্থানে কখনো সাধারণ সাবান বা শ্যাম্পু লাগানো যাবে না । সর্বদা ছত্রাকবিরোধী সাবান ও শ্যাম্পু ব্যবহার করতে হবে ।
সুতি ঢিলেঢালা ও আরামদায়ক কাপড় চোপর পরিধান করতে হবে । তাতেকরে রোগটি কম হবে ।
পানিতে দীর্ঘ সময় কাজ করলে ও দূষিত পানি ব্যবহার করলে ক্যানডিডাই ছত্রকজনিত রোগ হতে পারে ।
দাউদ কম হলে শুধু ওষুধ লাগালে হয়ে যাই । আর যদি দীর্ঘ দিনের দাউদ হয়, তাহলে খাবারের ওষুধ ও লাগানোর ওষুধ দুটোই চালিয়ে যেতে হবে ।
ক্ষত স্থানে নখ লাগানো যাবেনা । কারণ নখ থেকে ফাঙ্গাস হতে পারে ও নখ দ্বারা অন্য জায়গায় ছড়াতে পারে ।
অনেক সময় আমরা বিভিন্ন মানুষের থেকে ভুল পরামর্শ নিয়ে থাকি । যার কারণে চিকিৎসার নামে অপচিকিৎসা বেশী হয় ।
তাই দাদ হলে অবহেলা নয়, দ্রুত চিকিৎসা করার পরামর্শ দেন চিকিৎসকরা ।
Alert message goes here