MMonir Trainer 2 years ago |
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কতটা ভয়াবহ হতে পারে?
উইয়ার্ড ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে হকিং বলেছিলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে আমাদের যেমন সামনে এগিয়ে যাওয়া উচিত, তেমনি এটা মনে রাখতে হবে যে তারা হবে বিপজ্জনক।’ তিনি আরও বলেন, ‘আমার ভয় হচ্ছে, তারা সত্যিই মানুষকে হটিয়ে দেবে। মানুষ যদি কম্পিউটার ভাইরাস তৈরি করতে পারে, তবে কেউ এমন কৃত্রিম বুদ্ধিমান তৈরি করে বসবে, যে তাকেই সরিয়ে দেবে। এটা জীবনের আরেকটি রূপ হবে এবং বুদ্ধির দিক থেকে মানুষকে ছাড়িয়ে যাবে।’
স্টিফেন হকিং স্যারের এই কথাটার বাস্তব প্রমাণ পেয়েছি আজ! মোবাইলে ভিডিও গেইম খেলার অভ্যাস আমার অনেক আগে থেকেই! ব্রিটিশ একটা ভিডিও গেম ডেভেলপমেন্ট কোম্পানি ফার্স্ট টাচ! তাদের তৈরি একটা ফুটবল গেম খেলছিলাম কয়েকদিন থেকেই! গেইমের চুড়ান্ত ধাপে তারা একটা চ্যালেঞ্জ রেখেছে যেখানে ইউজারের ডাটাবেজ ক্লোন করা হয়! তারপর সেই ডাটাবেইজ অনুযায়ী তাদের তৈরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে ম্যাচ খেলতে হয়!
গেইমটি খেলার সময় আমি প্রায় ১৫০+ ম্যাচ খেলেছি! যেগুলোতে আমি আনবিটেন ছিলাম! চুড়ান্ত ধাপে যখন AI এর সাথে ম্যাচ খেলতে গেলাম তখন কোনোভাবে পেরে উঠছিলাম নাহ! আমি যে সকল প্লেয়ার নিচ্ছি, যে ফরমেশনে গেইম সাজাচ্ছি তার সব কিছু AI ক্লোন করছে! আমার স্বভাব হচ্ছে লং পাস দিয়ে খেলানো, আর আমার এই স্ট্র্যাটিজি হুবুহু নকল করে AI আমার সাথে ম্যাচ খেলছে! ভাবা যায় এটা? ম্যাচের ৪৩ মিনিটের দিকে আমি একটা গোল করাই মেসিকে দিয়ে! তারপর ঠিক আমার মতো AI আরো একটি গোল করে বসে!
৯০ মিনিট শেষে ম্যাচ পেনাল্টিতে যায় এবং সেখানে ৫-৪ এ আমাকে ম্যাচ হারতে হয়! আমি প্রায় আধাঘন্টার মতো বসে ভাবছিলাম এটাও সম্ভব? AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এতদূর চলে এসেছে? যে গেইমে ১৫০+ ম্যাচ খেলেও আমি আনবিটেন ছিলাম, সেখানে আমার টিমের ক্লোন করে, আমার খেলার ধরন নকল করে - আমাকে হারিয়ে দিলো গেইমের এ.আই? এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে আমাদের জন্য কতটা ভয়াবহ হতে পারে সেটা ভাবা যাচ্ছে?
একবার ভেবে দেখুন তো, সাধারণ একটা গেইমের এ.আই আপনার খেলার ধরন দেখে আপনার থেকে ভালো খেলে আপনাকে হারিয়ে দিচ্ছে! তারা যদি বাস্তব জীবনে আপনার সামনে দাঁড়ায়? টিকে থাকা যাবে তাদের সামনে? আমরা যেখানে প্রতিনিয়ত এ.আই নির্ভর হয়ে বেঁচে আছি সেখানে একদিন সত্যি এমন সময় আসবে যখন মানুষ কে হটিয়ে দিবে এ.আই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স! আর এটা আসলেই ভাবার একটা বিষয়!
© Rudra
Alert message goes here