Shojirul123 Subscriber 2 years ago |
আসসালামু আলাইকুম 😊।
আজকে ১৪ই ফেব্রুয়ারি নিয়ে কিছু কথা বলব, যেইটা valentine day হিসেবে পরিচিত। আসলে কি জানেন, ভালবাসা দিবস টা আমাদের মুসলিমদের জন্য না। এগুলো ইহুদি, খ্রীষ্টান দের রীতি। আমাদের মুসলমানদের প্রত্যেকটা দিন ই Valentine day. ভালবাসার জন্য আমাদের কোনো দিবস পালন করতে হয় না। আর এখন ভালবাসা দিবস এর নামে বেহায়াপনার কাজ চলতাছে, জানি না ওইদিন কার মেয়ে/বোন ওইদিন ইজ্জত হারা হবে। একটা কথা বলি, বোন। তোমার মা-বাবা তোমাকে অনেক কষ্ট করে তোমাকে বড় করেছেন। একটা ওড়না কিনে দিতে মধ্যবিত্ত বাবাদের মাথার ঘাম পায়ে ফেলতে হয়। আর তুমি সেই ওড়না টা ভালবাসার প্রমান দিতে গিয়ে খুলে দিও না। কারন ভালবাসা কখনো শরীর দিয়ে প্রমান করতে হয় না।আর আমার মতো কিছু কিছু ভাইদের কে বলি , আপনি যেই কাজটা অন্যের মেয়ে/বোন এর সাথে করতে চাচ্ছেন, same কাজ যদি আপনার বোনের সাথে অন্য ছেলে করে। তাহলে আপনার কেমন লাগবে। ভাই/বোন যে কোনো কাজ করতে হলে একটু বুঝে শুনে করবেন। আমার কথা গুলো অনেকের কাছে খারাপ ও লাগতে পারে। তবে এই কথা গুলোতে আমার যদি কোনো ভুল হয়, তাহলে ছোট ভাই হিসেবে মাফ করবেন।
বি:দ্র: এইখানে কোনো ধর্মকেই ছোট করা হয় নি।🥰
Alert message goes here