Shojirul123 Subscriber 2 years ago |
সমাজে প্রচলিত কিছু শিরক বা কুসংস্কার যার গুনাহ সমূহ মারাত্মক।
১।আল্লাহ ছাড়া কারো নামে কসম কাটা।
২।ধর্ম যার যার উৎসব সবার মনে করা।
৩।বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর মনে করা।
৪।জোড়া কলা খেলে জোড়া সন্তান হবে মনে করা।
৫।পরীক্ষার পূর্বে ডিম খাওয়া যাবে না, খেলে পরীক্ষায় ডিম পাবে মনে করা।
৫।গনকের কাছে যাওয়া বা হাতের রেখা দেখে ভাগ্য পরীক্ষা করানো।
৬।কোনো ব্যক্তি বা বস্তুকে শুভ মনে করা।
৭।রাতে নখ,চুল কাটতে নেয় মনে করা।
৮।রাতে গাছ থেকে ফল পাড়তে নেয় বা গাছের পাতা ছিঁড়তে নেয় মনে করা।
৯।হাত থেকে প্লেট পড়ে গেলে বাসায় মেহমান আসবে মনে করা।
১০।ফরজ গোসল না করে ঘরের কাজ করা যাবেনা মনে করা।
১১।মহিলারা হাতে বালা বা চুরি না পড়লে স্বামীর অকল্যাণ হয় মনে করা।
১২।বউ নাকে নাকফুল না রাখলে স্বামি বাঁচবে না মনে করা।
১৩।বাচ্চাদের দাঁত উঠলে ইদূরের গর্তে দাঁত ফেললে দাঁত সুন্দর হবে মনে করা।
১৪।কাউকে দেখে বলা আপনার কথায় হচ্ছিল, আপনি অনেকদিন বাঁচবেন।
১৫।বৃষ্টির সময় রোদ দেখা দিলে শিয়ালের বিয়ে হবে মনে করা।
১৬।ঘরের ময়লা, পানি রাতে বাহিরে ফেলা যাবেনা মনে করা।
১৭।কুকুর কামড়ালে মানুষের পেটে বাচ্চা হয় মনে করা।
১৮।বিড়াল মারলে আড়াই কেজি লবন দিতে হয় মনে করা।
১৯।খানা খাওয়ার সময় হেঁচকি উঠলে কেউ স্মরন করছে মনে করা।
২০।দা,কাঁচি ডিংগিয়ে গেলে হাত- পা কাটবে মনে করা।
এমন অনেক শিরক আছে যা আমরা জেনে না জেনে প্রতি নিয়ত করে চলেছি,আল্লাহুম্মাগফিরলি।আসুন আমরা মৃত্যুর পূর্বেই এসব করা শিরকের জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার কাছে তওবা করি,ক্ষমা চেয়ে নিই।
Alert message goes here