Shojirul123 Subscriber 2 years ago |
কবিতা- বসন্তের ফুল
৷৷ আরিফ মাহমুদ
বসন্তের ছোঁয়া ফুল মন করে আকুল
সুভাসিত করে মনোরম গন্ধে,
স্নিগ্ধ ঘ্রাণে, নিয়ে গেলাম ব্যকুল প্রাণে
ফুলের সৌরভ হাতে আনন্দে।
মিটিমিটি তাকায় চোখ দুটো বাকায়
তাকিয়ে রই দৃষ্টি মোর দিকে,
সে তো সূর্যমুখি ফুল খায় ডালে দোল
দৃষ্টি ফেলে অপলক ডাল বেঁকে।
কত পাখি এসে উড়ে ভ্রমর হয়ে বসে
করে গেল মধু সপে আহরণ,
কত হাওয়া বয়ে দিয়ে গেলো ছুঁয়ে
ফুলের পাতায় লেগে শিহরণ।
কত সখীরা এসে ছিড়ে ফুল হেসে
সুভাষ নেয় ব্যকুল গন্ধে,
সরু পথ হেটে খোপায় জবা গেঁথে
দোল খায় হেটে আনন্দে।
হোক অমর বসন্তের ফুলের ভ্রমর
ছুঁয়ে যাক বেদনার যতো রেখা
প্রেমে জড়িয়ে মন আবার হারাবো
যখনি হবে বসন্ত ফুলের দেখা।
Alert message goes here