Shojirul123 Subscriber 2 years ago |
> #কুহেলী <-
কুয়াশার চাদর গায়
নিস্তব্দ নিরালায়,
এসেছে ধূসর শীত
পৌষি ভুবন ধরায়।
মিশেছে ক্লান্ত স্রোত
এসেছে মাঘের দূত,
হীরক কণা ফোটেছে ঐ
প্রভাতের দূর্বা ডগায়।
ঝরেছে ভুত পত্র
গড়ছে কঠোর নেত্র,
শিখালো ঢাকতে ক্লেশ
বর্তমানের পাতায়।
মিষ্ট রসের ছড়াছড়ি
খেঁজুর তলায় ঘুরাঘুরি,
রজনীতে অগ্নিশিখা
জ্বেলেছে দাবনায়।
প্রভাত বেলায় রৌদ্র তাপ
নিদ্রা বেলায় কাঁথার চাপ,
উষ্ণ করছে আপন তনু
নানা কাণ্ডে শীতের ঠেলায়।
Alert message goes here