Shojirul123 Subscriber 2 years ago |
#হার্ট_অ্যাটাক ও স্ট্রোক মানুষের জীবনের দুটি জটিল রোগ; যা হঠাৎ শয্যাশায়ী করে, জীবনকে ছন্দহীন করে তোলে। এমনকি এতে জীবননাশের আশঙ্কা দেখা দেয়। হার্ট অ্যাটাক ও #স্ট্রোক সাধারণত ভুলভাবে উচ্চারিত হয়ে থাকে। কেউ কেউ স্ট্রোককে হার্ট অ্যাটাক বলে ভুল করে থাকেন, আবার হার্ট অ্যাটাককে ভুলে স্ট্রোক বলে থাকেন। দ্রুততম সময়ে কোথায় চিকিৎসা নেবেন সেটির ওপর নির্ভর করে এর সুফল। তাই সাধারণ মানুষকে বুঝতে হবে স্ট্রোক আর হার্ট অ্যাটাকের পার্থক্য কী।
হার্ট অ্যাটাক - হৃৎপিণ্ডের কোষ রক্ত সরবরাহ না পেয়ে ধ্বংস হয়ে যাওয়াকেই হার্ট অ্যাটাক বলা যায়। একিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন ও আনস্ট্যাবল অ্যানজাইনায় এ রকম চরম অবস্থা সৃষ্টি হয়।
স্ট্রোক - মস্তিষ্কের নার্ভ কোষে হঠাৎ রক্ত সরবরাহ কমে গেলে এটি কর্মক্ষমতা হারিয়ে ফেলে। মস্তিষ্কের রক্তনালীতে রক্ত জমাট বাঁধলে বা রক্তনালী ছিঁড়ে এমন বিপর্যয়কর অবস্থার সৃষ্টি হয়।
স্ট্রোক বা হার্ট অ্যাটাক দুটিই খুব পরিচিত আর জটিল সমস্যা। ৪০ বছর বয়সের পর যে কেউ আক্রান্ত হতে পারেন এসব রোগে। তবে স্থূল, ধূমপায়ী, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, রক্তে চর্বির আধিক্য ঝুঁকি বাড়িয়ে দেয় দুটি রোগেরই।
Alert message goes here