Shojirul123 Subscriber 2 years ago |
হারাম রিলেশনে জড়িত আছেন?
আপনার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা কি জানেন? যখন আপনি জানেন যে এই কাজটি আপনার জন্য হারাম তবুও সেটা ছাড়তে পারছেন না!
হোক সেটা হারাম সম্পর্ক কিংবা হারাম উপার্জন।
তাছাড়া উপার্জন হারাম হলে, আল্লাহ ওই বান্দার কোনো ইবাদতই কবুল করেন নাহ; যতই সালাত, সিয়াম আর তাহাজ্জুদের সিজদায় মাথা ঠুকান না কেন!
এভাবে দিন শেষে অনেকে তো স্বযং আল্লাহ সম্পর্কেও বিরুপ ধারণা করতে দ্বিধা বোধ করে নাহ!
-"আল্লাহ তোমাকে এত ডাকলাম তাও আমার ডাক শুনলা না, আমি আর তোমাকে ডাকবো-ই না। আর তোমার ইবাদত করবো না!" "আমানতুবিল্লাহ"।
নফসকে তৃপ্তকারী হারামের সুখ ক্ষণস্থায়ী কিন্তু এর শাস্তি বড়-ই কঠিন ও দীর্ঘস্থায়ী। আজ না হয় কাল আপনাকে হিসাব দিতে হবে-ই। পবিত্র কুরআনের একটি আয়াতে আল্লাহ তা'য়ালা স্পষ্ট বলে দিয়েছেন, "নিশ্চয়ই তোমার রবের পাকড়াও অত্যন্ত ভয়াবহ!" [সূরাঃ আল-বুরুজ- ১২]
আপনি জানেন, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন নাহ। তবুও কেন হারামে জড়িয়ে আছেন? তাই সময় থাকতে তওবা করে ফিরে আসুন রবের নিকট। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু। আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। আর তওবা করে ফিরে আসলে আল্লাহ বান্দার পেছনের সমস্ত গুনাহ মাফ করে দেন।
আমার বান্দাদের জানিয়ে দিন, আমি ক্ষমাকারী ও দয়ালু।’
Alert message goes here