Jakariya1234 Subscriber 2 years ago |
জীবন নিয়ে আমাদের কমবেশি কমপ্লেইন আছে প্রায় সবারই। আমাদের দুঃখের তালিকা যেন আর শেষ হয় না! স্বামী-স্ত্রীর মাঝে না-পাবার গল্প, মায়ের মুখে সন্তান শোনে কতো আক্ষেপ আর বেদনার হাহাকার, দু’ বন্ধুর কথা শুনুন, সেখানেও দুঃখেরই প্রলাপ!
আমরা সবাই (অন্তত যারা এই নোটটা পড়ছেন), খাচ্ছি-দাচ্ছি, আমাদের মাথার উপর ছাদ আছে, গায়ে কাপড় আছে, সামনে একটা পিসি/ হাতে মোবাইল সেট! এই হয়তো এক্ষণ আপনার কথায় এক কাপ চা এনে সামনে রাখা হলো, বা আপনি পড়াশুনার (বা আড্ডার উদ্দেশ্যে) কলেজ/ ভার্সিটির দিকে যাচ্ছেন… এতোকিছু পেয়ে তবুও আমাদের মনে না পাবার দুঃখ। আমাদের সবসময় মনে হয় এটা পেলাম না, ওটা পেলাম না… বাড়ি নাই, গাড়ি নাই, ডিজাইনার কামিজ নাই, ডি.এস.এল.আর ক্যামেরা নাই, দামী মোবাইল সেট নাই, সুন্দর একটা ব্যাগ নাই, ভালোবাসার মানুষ নাই, বন্ধু নাই!! আরো কতো কী…!
কার সাথে তুলনা করছি আমরা? আমাদের সামনে দু’ ধরনের এক্সাম্পল রয়েছে। এক, দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন, যেখানে তিনি মদীনায় যাবার পর পরপর তিন দিন কোনদিন পেট পুরে খেতে পারেন নি। ক্ষুধার কষ্ট জানেন তো? কখনো রমজানের রোজা রেখে থাকলে হয়তো কিছুটা বুঝতে পারবেন, অবশ্য সন্ধ্যায় বাহারি ইফতার হয়তো আপনার সামনে ঠিকই প্রস্তুত থাকবে। তিন দিন না খেয়ে থাকার কষ্ট তাই আমাদের কল্পনাতীত! আমাদের যখন লাগে, বলতে অন্তত পারি “ডিম এনো, সবজি এনো, মাংস কিনো”। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম না খেয়ে থাকতেন, সেটা ভেবে দেখার আমাদের সময় কোথায়?
মুস’আব ইবন উমাইর (রা) এর কথা আমরা ক’জন জানি? তিনি রাসূল (সা) এর একজন সাহাবী। তাঁর পরনে থাকতো সবচেয়ে সুন্দর পোশাক, গায়ে দামী পারফিউমের গন্ধ। রাস্তা দিয়ে হেঁটে গেলে রাস্তার মানুষেরা তার দিকে একবার হলেও ফিরে তাকাতো। অনেকটা আমাদের যুগের ‘সেলিব্রিটি’দের মত! তিনি ইসলাম গ্রহণ করার পর তাঁর মা অনেক অত্যাচার করে, তিনি ইসলাম ত্যাগ না করলে সে ক্ষান্ত হবে না! কিন্তু ইসলামের সাথে আপোস করবে মুস’আব? তা হয় না। একসময় মা বাড়ি থেকে তাকে বের করে দিল। ছেলে পালিয়ে বিয়ে করেছে দেখে ত্যাজ্য পুত্র করতে দেখেছি আমি অনেককে। তবু তো গায়ের জামাটা খুলে রাখে না! মুস’আব ঘর থেকে বের হয়েছিলেন চটের একটা বস্তা পরে! কিন্তু ইসলাম ছাড়েন নি।
আরও দেখুন: যারা সত্যিকারের ভালো মানুষ তারা সত্যিই অনেক বিনয়ী
আমরা এই মুস’আবের সাথে নিজেদের তুলনা করি? উঁহু! আমরা তুলনা করার সময় টেনে আনি পাশের বাড়ির মেয়েটার কথা যে গাড়িতে করে কলেজে যায়, অথচ আমি পারি না! সেই বন্ধুর কথা যার হাতে আইফোন বা ব্ল্যাকবেরী, বগলে গার্লফ্রেন্ড! আমাদের তুলনা তার সাথে যে আঙ্কেল-আন্টি সুদের টাকায় ব্যাংকের লোন নিয়ে বাড়ি বানায়, গাড়ি চালায়, হারাম টাকার উপর হজ্জ্ব করে! কেন? কেন আমরা এদের তুলনা হিসেবে বেছে নিব? কারা এরা? মুসলিম? পাঁচ ওয়াক্ত নামাজ নাই, ছেলেমেয়ের হিজাব নাই! জুম্মার নামাজ পড়া মুসলিম? সুদের টাকায় যাকাত দিয়ে মুসলিম? যারা মুসলিম কিনা তা নিয়েই সন্দেহ তাদের সাথে করি আমরা নিজেদের তুলনা! বাহ!
Alert message goes here