Jakariya1234 Subscriber 2 years ago |
একসময় সূর্য ও চাঁদ একসঙ্গে পৃথিবীতে বাস করত। এই যেমন আমরা বাস করি। সমুদ্র ছিল দুজনের ঘনিষ্ঠ বন্ধু। তারা প্রায়ই সমুদ্রের বাড়িতে বেড়াতে যেত। কিন্তু সমুদ্র একবারও চাঁদ-সূর্যের বাড়িতে বেড়াতে আসত না।
এ নিয়ে তাদের দুজনের মনে ছিল খুব কষ্ট। এক দিন সূর্য বলেই ফেলল, ‘তুমি ভাই আমাদের বাড়িতে বেড়াতে আসো না কেন?’
সমুদ্র বলল, ‘দেখো, আমার তো তোমাদের বাড়িতে খুব যেতে ইচ্ছা করে। কিন্তু আমার অনেক বন্ধু-পরিজন নিয়ে বাস করতে হয়। আমি যদি তোমাদের ওখানে যাই তবে তারাও আমার সঙ্গে যেতে চাইবে। তোমাদের ঘরে আমাদের সবার জায়গা হবে কি না, এ চিন্তায় যাই না।’
সূর্য বলল, ‘ও, এই কথা! ঠিক আছে! আমরা তাহলে একটা নতুন বড় ঘর বানাচ্ছি, যাতে তোমাদের সবার বসার জায়গা হয়। সমুদ্র বলল, ঠিক আছে তাহলে তাই করো। ঘর তৈরি হয়ে গেলে আমাকে জানিয়ো।’
সূর্য ও চাঁদ সমুদ্র বন্ধুকে কথা দিয়ে বাড়ি ফিরে এলো। দুজন আলাপ-আলোচনা করল কিভাবে জুতসই মজবুত বড় একটা ঘর বানানো যায়। তারপর সূর্য ও চাঁদ মিলে কয়েক দিনের মধ্যে সত্যি সত্যি এক মস্ত বাড়ি বানাল। এরপর সমুদ্রকে বাড়িতে আসার জন্য নিমন্ত্রণ জানাল।
সমুদ্র এলো চাঁদ-সূর্যের বাড়িতে। সঙ্গে এলো রাজ্যির যত মাছ আর জলজ প্রাণী। সমুদ্র বলল, ‘আমি কি সঙ্গী-সাথিসহ তোমাদের ঘরে বসতে পারি?’
সূর্য বলল, ‘এসো এসো, সবাই এসো। সমুদ্র তার সঙ্গী-সাথিসহ ঘরে ঢুকে পড়ল। পুরো ঘর তখন পানিতে সয়লাব। আস্তে আস্তে পানির পরিমাণ বেড়েই চলল। সেই সঙ্গে মাছ ও জলজ প্রাণী প্রচুর পরিমাণে আসতে লাগল। সূর্য ও চাঁদের তখন দিশাহারা অবস্থা। কিন্তু আমন্ত্রিত অতিথি বলে কথা, বারণ তো করা যায় না!’
চাঁদ-সূর্য কী আর করবে? প্রথমে তারা ঘরের পাটাতনে উঠল। কিন্তু সেখানেও পানি এসে ভরে গেল। এবার তারা ঘরের চালে উঠল। সে জায়গাটাও পানিতে ভরে গেল মুহূর্তের মধ্যে। তারা এখন কোথায় থাকবে? উপায় না দেখে চাঁদ আর সূর্য ঠাঁই নিল আকাশে। আর তখন থেকে সেই যে তারা আকাশে উঠল, আজ অব্দি নামেনি। আফ্রিকার এফে উপজাতীয় লোকেরা তাই বিশ্বাস করে।
Alert message goes here