Jakariya1234 Subscriber 2 years ago |
Skip To Content
Amar Bangla Post
manu
যুদ্ধের গল্প – মুসলমানদের যুদ্ধ জয়ের গল্প
January 4, 2023 By Rubel
প্রতিভাবান মুসলিম সেনাপতিদের যুদ্ধ জয়ের গল্প ও ঘটনাগুলি পড়ুন। আমরা সেরা ইসলামিক যুদ্ধ জয়ের গল্প ও ঘটনাগুলি এখানে তুলে ধরেছি। মুসলিম সেনাপতিদের যুদ্ধ জয়ের কৌশল ও বিচক্ষণতার দিকগুলো আবিষ্কার করতে এই যুদ্ধের গল্প ও ঘটনা গুলো পড়ুন। তাহলে চলুন আমরা সামনে এগিয়ে যায়..
যুদ্ধের গল্প - মুসলমানদের যুদ্ধ বিজয়ের গল্প
উমর রা. ও হুরমুযানের কথোপকথন : যুদ্ধের গল্প ১!
যিয়াদ ইবনে যোবায়ের বলেন হযরত ওমর রা. এক নওমুসলিম হুরমুযানকে জিজ্ঞাসা করলেন, দুই পরাশক্তি রোম ও পারস্য। একসাথে উভয়কে পরাস্থ করা মুশকিল। তোমার অভিমত কী ? আগে কোন শক্তির মোকাবেলা করা উচিৎ।
হুরমুযান কিছুক্ষণ ভেবে বললেন, আমিরুল মুমিনীন, আমাদের শত্রুর দৃষ্টান্ত একটি পাখির মতো। যার মাথা, দুটি ডানা, দুটি পা আছে ।
যদি আপনি একটি ডানা কেটে দেন তাহলে আরো এক ডানা ও দুই পা নিরাপদে থাকবে। আর যদি দুটি ডানাই কেটে দিতে পারেন তবুও মাথা ও দুই পা নিয়ে হেঁটে হলেও পালিয়ে যেতে সক্ষম হবে।
কিন্তু আপনি যদি মাথাটা কেটে দিতে পারেন তাহলে দুই ডানা দুই পা কোনোটাই আর কাজে আসবে না। সম্পূর্ণ পরাস্ত হয়ে যাবে। আমার ধারণায় ‘কায়সার’ হলো ডানা সমতুল্য। কিন্তু ‘কিসরা’ মাথা সমতুল্য । তাই আপনি আগে ‘কিসরার’ দত্ত চুর্ণ করে দিন।
Alert message goes here