sakerhosen Trainer 2 years ago |
এক ছিল দরিদ্র ব্যক্তি। এক বেলা খায় তাে আরেক বেলা খায় না। পরনে তার হাজার তালির পােশাক। ক্ষুধার জ্বালায় কাতর থাকে সারাদিন। ঘর নেই, বাড়ি নেই। পথে ঘােরে, পথেই ঘুমায়।। মনে তার অসীম দুঃখ ।।
গরিব হলে কী হবে? লােকটির আত্মসম্মানবােধ ছিল তীব্র । খেতে পেত । কিন্তু কারও কাছে হাত পাতত-না সে। কেউ যদি কিছু দিত তাকে তবেই তার খাওয়া হত । নইলে উপােস । তার এই গরিবি অবস্থা দেখে একজন বলল—ভাইরে, এত কেন কষ্ট করছ? তার চেয়ে বরং যাও না এই শহরের সবচেয়ে ধনী লােকের কাছে। তিনি খুব দয়ালু ও উপকারী। গরিবের দুঃখ তিনি দূর করতে চান। নিশ্চয়ই তিনি তােমাকে সাহায্য করবেন। এই শুনে গরিব লােকটি বললেন—না, না, তা হবে কেন? না-খেতে পেয়ে মারা যাব তা-ও ভালাে—কিন্তু অন্যের সাহায্য নিয়ে বেঁচে থাকা খুব কষ্টের। কারও অনুগ্রহ আমি কামনা করি না । ভিক্ষা করে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালাে। আর যাই হােক, আমার মনে অপার শাস্তি আছে। আমি মনে শান্তি নিয়েই বেঁচে থাকতে চাই।
Alert message goes here